সংগীত

এবার নাটকের গানে শাফিন আহমেদ

ঢাকা, ০২ আগস্ট – জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফিন আহমেদ করোনাকালেও গানে সক্রিয়। প্রতি মাসেই তার নতুন গান প্রকাশ হচ্ছে। এছাড়া নিজের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এবং স্টুডিওর কাজ নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এসব কর্মকাণ্ডের পাশাপাশি তিনি নিজের নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন। গত ছয় মাস ধরেই এটির কার্যক্রম চালাচ্ছেন শাফিন।

চ্যানেলটির নাম ‘শাফিন আহমেদ অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল’। তার নিজের গাওয়া গানগুলো ভিডিওসহ এখানে আপলোড করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের পাশাপাশি এবার নাটকের গানের দিকেও অগ্রসর হচ্ছেন এই জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব। গত কয়েক মাস ধরেই এই কাজ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন।

এ প্রসঙ্গে শাফিন আহমেদ বলেনর, নাটকেও এখন আগের তুলনায় গান ব্যবহারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। আর দর্শক শ্রোতারা সেই গানগুলোও আগ্রহ নিয়ে শুনছেন। তাই আমিও নাটকের গানের কাজ করার বিষয়ে মনস্থির করেছি। পাশাপাশি আবহ সংগীতের কাজও করতে চাই। আশা করছি প্রত্যাশা অনুযায়ী নাটকের গানের কাজ করতে পারব।

এদিকে গত ঈদে তার প্রযোজনা সংস্থা ডাবল বেজ প্রডাকশন থেকে চারটি নতুন গান প্রকাশ হয়েছে। এর মধ্যে একটি গানে কণ্ঠ দিয়েছেন শাফিন আহমেদ। গানের পাশাপাশি অভিনয় নিয়েও কাজ করবেন তিনি। কিছুদিন আগে এ বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই।

এম এউ, ০২ আগস্ট

Back to top button