নওগাঁ

সারা দেশের সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

নওগাঁ, ২৩ অক্টোবর- প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর নওগাঁ, বগুড়া, জয়পুরহাট জেলা ও রংপুর বিভাগের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার বিকেল ৫ টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেল স্টেশন এলাকায় কেল্লাপাড়া গ্রামে রেল লাইনের এক ফুট অংশ ভেঙে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ১১ জেলার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় রেলওয়ের প্রকৌশল বিভাগের লোক ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা পর লাইন সংস্কার করতে সক্ষম হন।

আরও পড়ুন: পাবনায় বিয়ের বাস উল্টে পুকুরে, আহত ১৫

সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হাফিজুর জানান, শুক্রবারে বিকেল ৫টার সময় স্থানীয় গ্রামের কিছু যুবক রেললাইনের ওপর হাঁটতে যায়। এ সময় তারা রেললাইনের এক ফুটের চেয়ে কিছু বেশি অংশ ভাঙা অবস্থায় দেখতে পান।

একই সময় সামনের দিক থেকে একট ট্রেন আসতে দেখে তারা পরনের লাল গেঞ্জি ও এক নারীর কাছ থেকে লাল ওড়না নিয়ে ট্রেন থামানোর সংকেত দেন।

খবর পেয়ে স্থানীয় রেলওয়ের প্রকৌশল বিভাগের লোক ঘটনাস্থলে গিয়ে লাইন সংস্কার করে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৩ অক্টোবর

Back to top button