খুলনা
সাবেক এমপি মঞ্জুর স্ত্রী দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত
খুলনা, ০২ আগস্ট – বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর স্ত্রী মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট সৈয়দা সাবিহা দ্বিতীয় দফায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার (১ আগস্ট) বিকেলে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ এসেছে। এরআগে গত বছরের ৭ জুন সৈয়দা সাবিহা প্রথম দফায় করোনাভাইরাসের আক্রান্ত হয়েছিলেন।
বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু জানান, তার স্ত্রী গত দুই দিন ধরে জ্বরে ভুগছিলেন। সঙ্গে খুশখুশে কাশিও ছিল। সেজন্য রোববার তিনি নমুনা পরীক্ষা করান। এতে তার স্ত্রীর করোনা পজিটিভ শনাক্ত হয়। তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সাবেক এই এমপি।
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০২ আগস্ট