যুক্তরাষ্ট্রে লাখো মানুষ গৃহহীন হওয়ার ঝুঁকিতে
ওয়াশিংটন, ০১ আগস্ট – যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ যখন আবার বাড়ছে, ঠিক সে সময়েই দেশটির লাখো মানুষ গৃহহীন হওয়ার ঝুঁকিতে পড়েছেন। তাদের উচ্ছেদের উপর একটি স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়েছে স্থানীয় সময় শনিবার মধ্যরাতে। আল জাজিরার এক প্রতিবেদনে এসব কথা উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, উচ্ছেদের উপর স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য এক বড় আঘাত। কারণ, মেয়াদ বাড়ানোর জন্য তিনি গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসকে অনুরোধ জানিয়েছিলেন।
স্থগিতাদেশের মেয়াদ বাড়াতে মার্কিন ডেমোক্র্যাটদের এ চেষ্টায় খানিকটা গড়িমসি দেখায়েছেন রিপাবলিকান সদস্যরা। এটা নবায়ন না করেই এরইমধ্যে যুক্তরাষ্ট্র পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের কার্যক্রম গ্রীষ্মকালীন ছুটির জন্য শুক্রবার থেকে স্থগিত রাখা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে উচ্ছেদের উপর স্থগিতাদেশ দেয় যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)। তাদের এ স্থগিতাদেশের কারণে যুক্তরাষ্ট্রে গৃহহীন হওয়া থেকে বেঁচে যান লাখো মানুষ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মহামারি চলাকালে সব অঙ্গরাজ্যের আবাসন সংশ্লিষ্ট সহায়তার জন্য প্রায় ৪ হাজার ৭০০ কোটি ডলার অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস। কিন্তু এগুলো ঋণগ্রস্ত এবং ভূমিমালিকদের পাওনা বুঝিয়ে দিতে অতি ধীর গতিতে এগোচ্ছে।
বার্তাসংস্থা এপি জানায়, স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ায় ৩৬ লাখের বেশি মার্কিনী উচ্ছেদের ঝুঁকিতে রয়েছেন। এ নিয়ে প্রতিবাদও দেখা গেছে ডেমোক্র্যাটদের মধ্যে।
এ স্থগিতাদেশ বাড়ানোর দাবিতে স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ডেমোক্র্যাটিক কংগ্রেসউইম্যান করি বুশ, আয়ান্না প্রেশলি এবং ইলাহ ওমর ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবনের সামনে শুয়ে প্রতিবাদ জানান।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০১ আগস্ট ২০২১