সিলেট

সিলেটের ফেঞ্চুগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসীর উদ্যোগে অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান

সিলেট, ০১ আগস্ট – সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় অক্সিজেন তৈরির মেশিন কনসেন্ট্রেটর বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবী ইকোনমিস্ট নিয়াজ এ. খানের উদ্যোগে এই অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ কামরুজ্জামান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলার সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কলামিস্ট রিয়াজ উদ্দীন ইসকা, শিক্ষক নেতা মো. শহীদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম মামুনূর রশীদ, সদস্য দেলওয়ার হোসেন পাপ্পু, শিক্ষক সাইফুল আলম রাজ্জাক, শহিদ উস সামাদ চৌধুরী, বিজয় দে,শাহিন আহমদ খান ও জুলহাস আহমেদ প্রমুখ।

প্রধান অতিথি ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, করোনা সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে। এখন সিলেটের করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হচ্ছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনার টিকা নিন এবং টিকা নিতে উৎসাহিত করুন।

তিনি ফেঞ্চুগঞ্জ হাসপাতালে চারটি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন প্রদান করায় দাতা নিয়াজ এ. খানকে আন্তরিক ধন্যবাদ জানান। সমাজের বিত্তশালী মানুষকে এই দুর্যোগকালে সহযোগিতার হাত বাড়াতে আহবান জানান তিনি।

পরবর্তীতে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে আরেকটি অনুষ্ঠানে নিয়াজ এ. খানের পক্ষ থেকে দুইটি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন প্রদান করা হয়। আবহ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষে ওয়াহিদুল ইসলাম তরফদার এবং পাঠানটিলা এলাকার পক্ষে শাহিন আহমদ খান মেশিন দুটি গ্রহণ করেন।

উল্লেখ্য, অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন দিয়ে তাৎক্ষণিকভাবে অক্সিজেন তৈরি করে রোগীকে সরবরাহ করা যায়। বর্তমান করোনা দুর্যোগে অক্সিজেন সংকটে এই মেশিনটি মানুষের জীবন বাচাতে বড় ধরনের ভূমিকা রাখবে।

সূত্র : সিলেটভিউ২৪
এন এইচ, ০১ আগস্ট

Back to top button