দক্ষিণ এশিয়া

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন

নয়াদিল্লী, ০১ আগস্ট – ভারতে আবারও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন। দৈনিক মৃত্যুর সংখ্যাও ৫০০-এর উপরেই আছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৫৪১ জনের। ভারতের বেশিরভাগ রাজ্যে সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়াচ্ছে কেরালা। দক্ষিণের এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৬২৪, যা দেশের দৈনিক সংক্রমণের ৪৯ দশমিক ৩০ শতাংশ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১ আগস্ট, রোববার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ৮২৪। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৪ হাজার ৩৫১ জনের। ভারতে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬ দশমিক ৭৬ শতাংশ। যদিও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার একই রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমণের হার ২ দশমিক ৩৪ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা বেশ কিছুটা কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ২৫৮ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ৮ লাখ ২০ হাজার ৫২১ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ ভারতে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। এ মুহূর্তে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৯৫২।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লক্ষ ৮৯ হাজার ৪৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ কোটি ৮২ লাখ ১৬ হাজার ৫১০ জনের।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০১ আগস্ট

Back to top button