Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

নড়াইলে সাপের ছোবলে দুই শিশুর মৃত্যু

নড়াইলে সাপের ছোবলে দুই শিশুর মৃত্যু জেলায় সাপের ছোবলে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ও নিহত দু’জনের পারিবারিক সুত্রে জানা গেছে, সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের আব্বাস শিকদারের ছেলে আরমান (১০) আজ ভোরে পাখির বাসা থেকে বাচ্চা ধরতে যায়। এসময় সাপে ছোবল দিলে নড়াইল সদর হাসপাতালে নেয়ার কিছুণ পর সে মারা যায়।অপর দিকে একই উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গর্ন্ধব্যখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে সাহেবকে (১১) শনিবার রাতে বিছানায় ঘুমন্ত অবস্থায় সাপে ছোবল দিলে রাতেই তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নড়াইলে সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু

নড়াইলে সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু জেলায় রোববার সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সকালে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাকালে তাদের মৃত্যু হয়। পুলিশ ও মৃতদের পারিবারিক সুত্রে জানা গেছে, সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের আব্বাস শিকদারের ছেলে আরমান  (১০) ভোরে পাখির বাসা থেকে বাচ্চা ধরতে যায়। এসময় সাপে কামড়ালে নড়াইল সদর হাসপাতালে নেয়ার কিছুণ পর সে মারা যায়। অপর দিকে একই উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গর্ন্ধব্যখালী…

নবগঙ্গা নদীতে পৌর ভবন !

নবগঙ্গা নদীতে পৌর ভবন ! পাহাড়ী নদীর মতো স্বচ্ছ জলধারা নিয়ে বয়ে যায় নদী নবগঙ্গা। নদীর বহমান স্বচ্ছ স্ফটিক জলরাশি মানুষকে আকৃষ্ট করে চলেছে বছরের পর বছর। এই নদীর লোহাগড়া বাজার সংলগ্ন এলাকায় পড়েছে দখলদারদের থাবা। নদীর মধ্যে হবে পৌরভবন তাই দখলে নেয়া হয়েছে নদীর একাংশ। আনুমানিক আড়াই একর জায়গায় গাছ/বাশ পুতে দখলে নেয়া হয়েছে। প্রস্তুতি চলছে বালি ভরাটের। এর পাশেই নদীর জমিতে নির্মান চলছে মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা…

'ভুবনের গানে পৃথিবী জাগে...'

'ভুবনের গানে পৃথিবী জাগে...' 'বাংলাদেশের কবিদের মধ্যে জাতীয়তাবাদের অদ্ভুত একটা আবেগ আছে। এ দেশের কবিদের লেখায় দেশপ্রেম, দেশের কথা ঘুরেফিরে যেভাবে আসে, আমাদের (ভারতের) লেখকদের লেখায় সেভাবে আসে না। সেই রবীন্দ্রনাথ-নজরুল আমলে আমাদের সাহিত্যে জাতীয়তাবাদের কিছু বিষয় উঠে এলেও এখনকার লেখায় তা অনুপস্থিত। কিন্তু বাংলাদেশের কবিরা সেক্ষেত্রে…

 < 1 2 3
Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে