Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

বক্সিংয়ে মিয়ানমারের নারীরা

বক্সিংয়ে মিয়ানমারের নারীরা
মিয়ানমার, ১৯ ডিসেম্বর- মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অংসান সুচি শান্তিতে নোবেল পুরস্কার পেলেও দেশটির নারীরা তেমন স্বাধীন নন। নারী নির্যাতনের চিত্রটা ভয়াবহ। এর মধ্যেও নারী বক্সারের স্বর্ণ জয় অন্য নারীদের অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। বক্সার নিউ নিউ মিয়ানমারের রক্ষণশীল সমাজে অন্যরকম একটি ভাবমূর্তি তুলে ধরেছেন। ১৯ বছর বয়সী এই নারী নিজ দেশের রাজধানী নেপিদাও-এ অনুষ্ঠিত সাউথ-ইস্ট এশিয়ান গেমসে বক্সিংয়ে স্বর্ণ জিতেছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ফিলিপাইনের নারী, যাকে বেশ কয়েক পয়েন্টে হারিয়ে বিজয় মুকুট ছিনিয়ে নেন তিনি। জয় জানান, ‘বিদেশিদের সামনে এটা আমার প্রথম লড়াই। আমি খুশি যে, এই লড়াইয়ে আমি জিতেছি এবং নিজের ভক্তদের সামনে লড়াইয়ে জয়ী হয়েছি। পরিবারের উন্নত ভবিষ্যতের জন্য লড়াই চালিয়ে যাবন। এ অবস্থানে আসার পেছনে পরিবারের অবদানের কথা ভুলার নয়। ২০০১ সাল থেকে নিয়মিত বক্সিং খেলে আসছেন জয়। অংশ নিয়েছেন স্থানীয় পর্যায়ের প্রতিযোগিতায়। কিন্তু সেগুলোতে স্বর্ণ জিততে পারেননি। সমর্থন ও অর্থের অভাবের কারণেই তা সম্ভব হয়নি। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে, মিয়ানমারের দুই তৃতীয়াংশ অধিবাসী নারী এবং এদের বেশির ভাগকে শ্রমের বিনিময়ে স্বল্প পারিশ্রমিক দেয়া হয়। বৌদ্ধ ধর্মের অনুসারী দেশের অধিবাসীরা বেশির ভাগই রক্ষণশীল এবং তারা…

বিবিসির বর্ষসেরা অ্যান্ডি মারে

বিবিসির বর্ষসেরা অ্যান্ডি মারে
লন্ডন, ১৯ ডিসেম্বর- বিবিসি'র বিবেচনায় এ বছরের বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। গত গ্রীষ্মেই দীর্ঘ ৭৭ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে নোভাক জকোভিচকে পরাজিত করে ব্রিটিশদের উইম্বলডনের শিরোপা উপহার দেন ২৬ বছর বয়সী এই তারকা। এই লড়াইয়ে মারে পিছনে ফেলেছেন ব্রিটিশ ও আইরিশ রাগবি ইউনিয়ন খেলোয়াড় লেফ হ্যালপেনি ও ঘোড়দৌড়বিদ এপি ম্যাকয়। হ্যালপেনি…

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে