Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

এক ডালে ২ বান্ধবীর আত্মহনন


	এক ডালে ২ বান্ধবীর আত্মহনন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে একই গাছের একই ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে শেফা বেগম (১৯) ও রিতা রানী দাস (২০) নামে দুই বান্ধবী আত্মহনন করেছেন। সোমবার সকালে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত শেফা কলকলিয়া ইউনিয়নের গোড়ারগাঁও গামের আব্দুল তোয়াহেদের মেয়ে এবং রিতা একই গ্রামের রামধন দাসের মেয়ে। স্থানীয়রা জানান, শেফা ও প্রতিবেশী রিতা ঘনিষ্ট বান্ধবী ছিল। সোমবার ভোরে পরিবারের লোকজন তাদের নিজ নিজ শোবার ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে শেফা ও রিতাদের বাড়ির পাশে নদীর পাড়ের একটি গাছের একই ডালের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করে। সকাল সোয়া ৯টায় লাশ দু’টি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল থেকে জানান, তাৎক্ষণিকভাবে তাদের আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ব্যাপারে সকাল সোয়া ৯টায় সুনামগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার তৌহিদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনাস্থল পরিদর্শনের জন্য তিনি সুনামগঞ্জ থেকে রওনা হয়েছেন।

সুনামগঞ্জে বঙ্গবন্ধুকে কটুক্তিকারী শিক্ষকের গ্রেফতার দাবি-অবরোধ

সুনামগঞ্জে বঙ্গবন্ধুকে কটুক্তিকারী শিক্ষকের… বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি করায় স্কুলশিক্ষক আবুল আ’লা মওদুদকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সোয়া ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে।সোমবার দুপুর সাড়ে ১২টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মদনপুর পয়েন্টে তারা অবরোধ কর্মসূচি পালন করেন। এসময় আশেপাশের সহস্রাধিক লোক এ অবরোধ র্কমসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন।অবরোধ চলার সময়…

সুনামগঞ্জে আজ চালু হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত হাট

সুনামগঞ্জে আজ চালু হচ্ছে বাংলাদেশ-ভারত… সুনামগঞ্জের সীমান্তবর্তী ডলুরায় আজ মঙ্গলবার চালু হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত হাট। বাংলাদেশ-ভারতের জেলা পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতেই এ হাট চালু হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ-৮ (সুনামগঞ্জ) এর অধিনায়ক লে. কর্নেল আবু বক্কর ছিদ্দিকী। বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও স্থানীয় মানুষের সুবিধার জন্য গত বছরের প্রথমদিকে বাংলাদেশের সুনামগঞ্জ সদরের জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা…

তাহিরপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক

তাহিরপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক সুনামগঞ্জের হাওরাঞ্চল তাহিরপুরে বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে দীর্ঘদিন অনাবৃষ্টি ও খরার কারণে চলতি বছর অধিকাংশ বোরো ধানক্ষেতে চিটা হয়েছে। তার পরও কৃষকরা আশায় বুক বেঁধেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এই অঞ্চলে বোরো ধান কাটা ও মাড়াই শেষ হবে। তবে ধানের বাজার…

আবার গ্যাসের রেগুলেটর চুরি, সংযোগস্থলে বিস্ফোরণ

আবার গ্যাসের রেগুলেটর চুরি, সংযোগস্থলে বিস্ফোরণ সুনামগঞ্জ পৌর শহরের একটি বাড়ির গ্যাস সংযোগের চুরি যাওয়া রেগুলেটরের সংযোগস্থলে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। বাড়ির লোকজন প্রাণ বাঁচাতে দৌড়ে ঘর থকে বের হয়ে যান। পরে জালালাবাদ গ্যাসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সুনামগঞ্জ শহরে ইদানীং বাসাবাড়ির গ্যাস সংযোগের রেগুলেটর চুরি বেড়ে গেছে।শহরের বাঁধনপাড়া…

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে