Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

বিষাক্ত মদপানে পাবনার বেড়ায় দুজনের মৃত্যু

বিষাক্ত মদপানে পাবনার বেড়ায় দুজনের মৃত্যু পাবনার বেড়ায় বৃহস্পতিবার বিষাক্ত মদপানে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন পেঁচাকোলা গ্রামের আবদুল হান্নান ও আবদুল মান্নান। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায়, পেঁচাকোলা গ্রামে বেশ কয়েকদিন ধরে যাত্রা চলছিল। বৃহস্পতিবার সকালে আয়োজকরা যাত্রার প্যান্ডেল ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য ৯ জন শ্রমিক ভাড়া করে আনে। প্যান্ডেল ভাঙার সময় সকাল আটটার দিকে পলিথিনের ভেতরে মদজাতীয় জিনিস পেয়ে পেঁচাকোলা গ্রামের আবদুল হান্নান, আবদুল মান্নান, মহরম আলী, উজ্জ্বল ও বাবু নামের পাঁচজন শ্রমিক তা পান করেন। পান করার কিছুক্ষণের মধ্যেই তাঁরা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় অন্যান্য শ্রমিক ও এলাকাবাসী তাঁদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল হান্নানকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে আবদুল মান্নান মারা যান।

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে