Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

পাবনায় পেঁয়াজের বাম্পার ফলন

পাবনায় পেঁয়াজের বাম্পার ফলন পাবনার ৯ উপজেলায় এ বছর পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। চলতি বছর জেলার ৩৭ হাজার ৫শ' হেক্টর জমিতে ৫ লাখ মে. টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। শুধু সাঁথিয়া ও সুজানগর উপজেলায় উৎপাদন হয়েছে ৩ লাখ ৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজ। এছাড়া বেড়া উপজেলার জাতসাকিনী ইউনিয়নের মির্জাপুর গ্রামের অমর শেখ নামে এক কৃষকের ৩৪ শতাংশ জমিতে রেকর্ড পরিমাণ ৭০ মণ পেঁয়াজ উৎপাদন হয়েছে বলে জানা যায়। কৃষকদের বাড়িতে গিয়ে দেখা গেছে, তারা উৎপাদিত পেঁয়াজ ঘরে তোলার কাজে ব্যস্ত রয়েছেন। ঘরে ঘরে নতুন চাঙ্গ বানানোর কাজ চলছে। এ অঞ্চলের চাষীরা ঘরের আড়ায় মাচালি বা চাঙ্গা তৈরি করে পেঁয়াজ সংরক্ষণ করে থাকেন। আর শ্রমিকদের নিয়ে বাড়িতে চলছে পেঁয়াজ কাটার ধুম। এ কারণে এলাকায় দেখা দিয়েছে শ্রমিক সঙ্কট। কোনো কোনো কৃষক এলাকার শ্রমিক না পেয়ে জেলার বাইরে থেকে শ্রমিক সংগ্রহ করে এনে কাজ করছেন। সরেজমিন বিভিন্ন মাঠে দেখা গেছে, এ বছর রেকর্ড পরিমাণ পেঁয়াজের উৎপাদন হয়েছে। জমিতে উৎপাদিত পেঁয়াজ দেখে কৃষকের মনে আনন্দের বন্যা বইছে। উৎপাদিত পেঁয়াজের শত ভাগ ঘরে তুলেছেন কৃষকরা। এসব পেঁয়াজের কিছু পরিমাণ পেঁয়াজ সাংসারিক প্রয়োজনে কৃষকরা বিক্রির জন্য হাটে নিয়ে যাচ্ছেন। পেঁয়াজের হাটগুলোতে যেন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতি মণ পেঁয়াজ ৬ শত থেকে সাড়ে ৬শ টাকায় বিক্রি হওয়ায় খুশি কৃষকরা। বিক্রয়কৃত পেঁয়াজ দেশের অন্য…

বিষাক্ত মদপানে পাবনার বেড়ায় দুজনের মৃত্যু

বিষাক্ত মদপানে পাবনার বেড়ায় দুজনের মৃত্যু পাবনার বেড়ায় বৃহস্পতিবার বিষাক্ত মদপানে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন পেঁচাকোলা গ্রামের আবদুল হান্নান ও আবদুল মান্নান। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায়, পেঁচাকোলা গ্রামে বেশ কয়েকদিন ধরে যাত্রা চলছিল। বৃহস্পতিবার সকালে আয়োজকরা যাত্রার প্যান্ডেল ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য ৯ জন শ্রমিক ভাড়া করে আনে। প্যান্ডেল ভাঙার সময়…

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে