Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-১৯-২০১৭

বিয়ের আগে যৌনসঙ্গম করলেই জুটবে বেতের মার

বিয়ের আগে যৌনসঙ্গম করলেই জুটবে বেতের মার

বিয়ের আগে যৌনমিলন গুরুতর অপরাধ৷ যৌনসঙ্গমে লিপ্ত হলেই কপালে জুটবে বেধরক চাবুকের মার৷ তবে এক বা দুটো মার নয়৷ পরপর ২৩ থেকে ২৫টি মার জুটবে তার কপালে৷ অবাক হচ্ছেন? কিন্তু এটাই সত্যিই৷ এমনই এক অদ্ভুত নিয়ম জারি রয়েছে ইন্দোনেশিয়ায়৷ যেখানে দীর্ঘদিন ধরে কোনও কাপল সম্পর্কে থাকলেও যৌনসঙ্গমে লিপ্ত হতে পারবেন না তারা৷

আর সেটি হলেও জনসমক্ষে সকলের সামনে তাদেরকে এই ভাবেই তাদেরকে শাস্তি দেওয়ার রীতি প্রচলিত রয়েছে এখানে৷
শরিয়তি আইন অনুযায়ী, এই শাস্তির ব্যবস্থা রয়েছে৷ বিবাহিত জীবনের বাইরে কোনও কাপল যদি যৌনতায় আবদ্ধ হন৷ তাহলে প্রকাশ্যে তাকে শাস্তি দেওয়া হবে৷ এমনই এক ঘটনায় শাস্তি পেলেন ইন্দোনেশিয়ার এক যুবতী৷ সাদা রংয়ের কাপড়ে ঢেকে সে হাঁটু গেড়ে বসেছে সকলের সামনে শাস্তির অপেক্ষায়৷

একটি আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী, এমনই এক অভিযোগে অভিযুক্ত এক নারীকে সুমাত্রা দ্বীপে স্থানান্তরিত করা হয়৷ শরিয়াত আইনানুযায়ী, তার উপর চলে শারিরীক অত্যাচার৷ পরপর ২৫বার চাবুকের আঘাত দেওয়া হয় তাকে৷ সেও সাদা রংয়ের কাপড় পরে সকলের সামনে অপেক্ষা করছিলেন৷

আর/১০:১৪/১৯ এপ্রিল

বিচিত্রতা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে