Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.1/5 (18 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-১৩-২০১৭

প্রবাসীদের জন্য আবাসনের ব্যবস্থা করবে সরকার

প্রবাসীদের জন্য আবাসনের ব্যবস্থা করবে সরকার

ঢাকা, ১৩ এপ্রিল- প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সুবিধার্থে সরকার আবাসন প্রকল্প করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, গত ১১ এপ্রিল (মঙ্গলবার) গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত প্রবাসী কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা জানান।

বর্তমান সরকার প্রবাসী কর্মীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে নুরুল ইসলাম বিএসসি বলেন, সরকার প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণের জন্য সর্বাত্মকভাবে তাদের পাশে থাকার চেষ্টা করছে। যেসব জেলায় কর্মী গমন সংখ্যা বেশি সেসব জেলায় সরকার পর্যায়ক্রমে আবাসন প্রকল্প করতে চায়।

প্রবাসীদের ‘সোনার ছেলে’ আখ্যা দিয়ে দেশে রেমিটেন্স প্রেরণে তাদের অবদানের কথা কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করেন সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রী।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীদের পাঠানো রেমিটেন্স বাংলাদশের উন্নয়নে অবদান রাখছে। এ জন্য সরকার প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণের বহুমূখী কর্মসূচি গ্রহণ করেছে।

‘বিমানবন্দরে প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ ডেস্ক স্থাপন, বিমানবন্দরে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু, প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রবাসী সন্তান কোটায় ভর্তির সুযোগ সৃষ্টি করা হয়েছে,’ বলেন তিনি।

প্রবাসী কর্মীদের বমার আওতায় আনাসহ তাদের কল্যাণে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়ার কথা বলেন নুরুল ইসলাম বিএসসি।

আলোচনা শেষে সভায় বাংলাদেশ দূতাবাস প্রবাসী কর্মীদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধ করতে একটি নাটিকা (ভিডিও) প্রদর্শন করে।

এথেন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন জেলা ও আঞ্চলিক সংগঠনের নেতা এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রথমবারের মতো রেমিটেন্স সম্মাননা দেয় এথেন্সে বাংলাদেশ দূতাবাস।

আর/১০:১৪/১৩ এপ্রিল

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে