Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (15 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৪-১৩-২০১৭

কোনো ধরনের আপোস করবে না নির্বাচন কমিশন

কোনো ধরনের আপোস করবে না নির্বাচন কমিশন

পটুয়াখালী, ১৩ এপ্রিল- অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যা করা দরকার তা করা হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, সুষ্ঠু ভোট কার্যক্রম ব্যাহত হয় এমন বিষয়ে কোনো ধরনের আপোস করবে না নির্বাচন কমিশন। এ বিষয়ে জেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দেয়া আছে।

বৃহস্পতিবার দুপুরে কলাপাড়ার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তা ও সরকারি বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার।

তিনি বলেন, সকলের সহযোগিতা ও সফলতার উপড় নির্ভর করে নির্বাচন কমিশনের সফলতা। আইন প্রয়োগকারী সংস্থা যদি দায়িত্ব অবহেলা করে আমাদের অবহিত করুন। কাউকে ছাড় দেয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক আলীমুজ্জামান, বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১৬ এপ্রিল উপজেলার লতাচাপলী, ধুলাসার ইউনিয়নের সাধারণ নির্বাচন এবং টিয়াখালী ইউনিয়নের একটি মহিলা সংরক্ষিত মেম্বার আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আর/১০:১৪/১৩ এপ্রিল

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে