ঢাকা, ১০ মার্চ- ভাষাসৈনিক, বিশিষ্ট চলচ্চিত্র কাহিনীকার, প্রবীণ সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য জয়নুল আবেদীন আর নেই। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি........ রাজিউন)।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি প্রেসক্লাবে অসুস্থ হয়ে পড়লে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। অশীতিপর এই সাংবাদিক বেশ কিছুদিন ধরে শ্বাসতন্ত্র ও ক্রনিক লিভার সমস্যাসহ শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
তিনি দীর্ঘ দিন ঢাকায় সাংবাদিকতা করছেন। অবাঙালি হওয়া সত্ত্বেও তিনি রাষ্ট্রভাষা বাংলার পক্ষে উর্দুতে দেয়াল লিখে জেলে গিয়েছিলেন। অকৃতদার জয়নুল আবেদীন বাংলাদেশের স্বাধীনতা লাভের পর এ দেশে থেকে যান।
পাকিস্তানে আত্মীয়স্বজন থাকলেও তিনি সেখানে ফিরে যাননি। জাতীয় প্রেসক্লাবে তিনি সময় কাটাতেন।
আর/১২:১৪/১০ মার্চ