Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (27 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০২-২০-২০১৭

ফের জাগছে ভারতের একমাত্র আগ্নেয়গিরিটি

ফের জাগছে ভারতের একমাত্র আগ্নেয়গিরিটি

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরিতে ফের ধোঁয়া এবং লাভার উদগীরণ শুরু হয়েছে।

১৫০ বছর ঘুমিয়ে থাকার পর ১৯৯১ সালে ব্যারেন দ্বীপের ওই আগ্নেয়গিরিতে লাভার উদগীরণ হয়। এরপর থেকে এতে বেশ কয়েকবার স্বল্প সময়ের জন্য ধোঁয়া ও লাভার উদগীরণ হতে দেখা গেছে। ভারতের উপকূলীয় শহর গোয়াভিত্তিক দেশটির জাতীয় সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট (এনআইও) এ কথা জানিয়েছে।

আগ্নেয়গিরিটি থেকে ৫ থেকে ১০ মিনিটের ছোট ছোট পর্বে লাভার উদগীরণ হচ্ছে। দিনের বেলায় শুধু ধোঁয়া উঠতে দেখা গেলেও রাতে লাল লাভার উদগীরণ হতে দেখা যায়।

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের এই দ্বীপটিতে কোনো মানববসতি নেই।

পরিবেশ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে