Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (53 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৯-২২-২০১৬

খাগড়াছড়িতে বাস খাদে পড়ে ৪ জনের মৃত্যু

খাগড়াছড়িতে বাস খাদে পড়ে ৪ জনের মৃত্যু

খাগড়াছড়ি, ২২ সেপ্টেম্বর- খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নারী-শিশুসহ ৪০ জন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে মাটিরাঙার সাপমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্যাঙমারার অরবিন চাকমার ছেলে হৃদ্দি চাকমা, জালিয়াপাড়ার মোসলেম উদ্দিন, খাগড়াছড়ির শালবাগানের মো. আরিফুল ইসলামের ছেলে আল-আমিন (৬) এবং মাটিরাঙার তবলছড়ির মো. বাহার উদ্দিন।

স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এসময় দলীয় নেতাকর্মীদের নিয়ে উদ্ধার কাজে অংশ নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা ও মাটিরাঙা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন।

আহতদের মধ্যে জেলা সদর হাসপাতালে ১৪ জন ও মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন ভর্তি রয়েছেন। মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সব্যসাচী নাথ রুবেল জানান। এসময় হাসপাতালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

এদিকে ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে ছুটে যান খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী বিপিএম, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. জিল্লুর রহমান, মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমান ও সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) কাজী মো. হুমায়ুন রশীদ প্রমুখ।

এফ/২৩:২০/২২সেপ্টেম্বর 

কিশোরগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে