গাজীপুর, ১১ সেপ্টেম্বর- গাজীপুরের টঙ্গীর ট্যাম্পাকো প্যাকেজিং কারখানার ধ্বংসস্তূপ থেকে আরও ৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৩১ জনে।
এর আগে ৯ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছিল, গাজীপুর জেলা প্রশাসন। শিল্প মন্ত্রণালয়ের পরিদর্শক দল বলেছে, বয়লার বিস্ফোরণে নয়, বরং ওই কারখানায় গ্যাসের পাইপ লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৪টি কমিটি। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর হুঁশিয়ারি, কারো গাফিলতির প্রমাণ মিললে নেয়া হবে কঠোর ব্যবস্থা।
বিস্ফোরণে দুমড়ে মুচড়ে পড়া ট্যাম্পাকো প্যাকেজিং কারখানা। এখনো ধোয়ার কুণ্ডলী বের হচ্ছে, ছয়তলা ভবনের ধ্বংসস্তুপ থেকে। স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কারখানের আশাপাশের এলাকা। প্রিয়জনের ছবি হাতে আপনজনকে খুঁজছেন কারো ভাই, কারো বোন, কারো বাবা-মা কিংবা কারো সন্তান।
বেঁচে যাওয়া শ্রমিকরা জানান, প্রতি শিফটে ১২০ জন করে তিন শিফটে কাজ চলতো এই কারখানায়। ঘটনার দিন ভোরে এক শিফটের শ্রমিকরা বিদায় নিচ্ছিলেন, ঢুকছিলেন আরেক শিফটের শ্রমিকরা। তাই আশঙ্কা, ভবনের নিচে চাপা পড়ে থাকতে পারেন অনেকেই।
এফ/২২:৫০/১১ সেপ্টেম্বর