Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৯-১০-২০১৬

‘বাহুবলী’-র নায়িকা ভূত সাজলেন! কিন্তু কেন? (ভিডিও সংযুক্ত)

‘বাহুবলী’-র নায়িকা ভূত সাজলেন! কিন্তু কেন? (ভিডিও সংযুক্ত)

মুম্বাই, ১০ সেপ্টেম্বর- তামান্না ভাটিয়া তাঁর পরবর্তী ছবি ‘ডেভিল’ [Devi(L)]-এ সাজলেন ভূত। কিন্তু তা দেখে ভয়ের চেয়ে হাসিই পাবে বেশি।

‘ডেভিল’ [Devi(L)]-এর ট্রেলর দেখলেই বোঝা যাবে যে এটি একটি বিনোদনে ভরপুর ছবি। ছবিটিতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া, প্রভুদেবা, সোনু সুদ এবং এক বিশেষ ভুমিকায় রয়েছেন এমি জ্যাকসন। এটি একটি কমেডি-হরর ছবি, যেখানে তামান্না যুগ্ম চরিত্রে অভিনয় করছেন। ছবির ফার্স্ট লুক বা ট্রেলার দেখে আপনার যতটা না ভয় লাগবে, তার থেকেও বেশি হাসি পাবে। ছবিতে ভয়ের দৃশ্যগুলি রয়েছে একেবারেই হাসির মোড়কে। প্রভুদেবার ডান্স মুভমেন্ট ছাড়াও এই ছবির অন্যতম আকর্ষণ হল, সোনু সুদ-এর অ্যাবস, এবং তামান্না ভাটিয়ার অভিনয়। 

এক পলকে তিনি একজন সাধারণ ট্র্যাডিশনাল গৃহবধূ তার পরমুহূর্তেই তিনি আবার এক স্টাইলিশ অভিনেত্রী। এমন এক বিপরীত অবতারে তাঁকে দেখতে লাগছে বেশ অন্যরকম। ছবিতে তাঁকে কিছু ভৌতিক পরিবেশে দেখা যাবে, কিন্তু তা যতটা না ভয়ের তার থেকে বেশি হাসির। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরও দারুণ সামঞ্জস্যপূর্ণ। 

ছবিটি রিলিজ করবে তিনটি ভাষায়- হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায়। ইতিমধ্যে, তামিল ট্রেলরটি রিলিজ করেছে। সেই সঙ্গে রিলিজ করেছে ‘তুতক তুতক তুতিয়া’-ও। ছবিটি দর্শকরা কতখানি গ্রহণ করবেন, সেটা বোঝা যাবে রিলিজের পরে।

দেখুন ভিডিও ‘ডেভিল’ [Devi(L)]-এর ট্রেলার-

আর/১০:১৪/১০ সেপ্টেম্বর 

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে