ঢাকা, ০৯ সেপ্টেম্বর- শুরু থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর টেলিভিশন স্বত্ত্ব ছিল চ্যানেল নাইনের। তবে বিপিএলের চতুর্থ আসরে সম্প্রচার স্বত্ত্ব হারাতে যাচ্ছে এই চ্যানেলটি। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ করতে না পারায় এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন বিসিবির পরিচালক শেখ সোহেল।
বৃহস্পতিবার সাংবাদিকদের শেখ সোহেল বলেন, “সম্প্রচার নিয়ে চ্যানেল নাইনের সাথে আমাদের একটি চুক্তি ছিলো। আগামী তিন বছর বিপিএল সম্প্রচার করবে তারা। কিন্তু বোর্ড চ্যানেল নাইনের সাথে সেই চুক্তি ভাঙ্গতে যাচ্ছে। কেননা চ্যানেল নাইন বিভিন্ন সময়ে আমাদের চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ করতে চেয়েও আর করে নি।”
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর বিপিএল। প্রথম আসরেই ছয় মৌসুমের জন্য চ্যানেল নাইনের চুক্তি করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু সময় মতো অর্থ পরিশোধ না করায় বিসিবিকে এই পথে হাঁটতে হচ্ছে বলে জানান শেখ সোহেল, ‘আমরা তাদের আনুষ্ঠানিকভাবে কয়েকবার বিজ্ঞপ্তি দিয়েছি কিন্তু তারা অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা চ্যানেল নাইনের সাথে এই বছরের সহ চার বছরের চুক্তি বাতিল করতে যাচ্ছি।’
উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে বিপিএলের চতুর্থ আসর। আগে বলা হয়েছিল এবারের বিপিএল তিন ভেন্যুতে হবে। তবে অনিবার্য কারণে সেটি আর হচ্ছে না। আগের বারের মতো এবারো বিপিএলের সব ম্যাচ হবে ঢাকা ও চট্টগ্রামে।
এফ/২২:৪২/০৯ সেপ্টেম্বর