ওয়াশিংটন, ০৮ সেপ্টেম্বর- নিজের পাতা ফাঁদে শেষ পর্যন্ত নিজেই পড়তে যাচ্ছেন রিও অলিম্পিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণজয়ী সাঁতারু রায়ান লোকটি। সিএনএন’র রিপোর্ট অনুযায়ী, মিথ্যা বিবৃতির কারণে ১০ মাসের জন্য নিষিদ্ধ হতে পারেন ১২ টি অলিম্পিক পদকজয়ী এই সাঁতারু। ফলে ২০১৭ সালে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন না লোকটি। আরেকটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে তাকে অপেক্ষা করতে হবে ২০১৯ সাল পর্যন্ত। যখন তার বয়স হয়ে যাবে ৩৫ বছর।
ঘটনাটার শুরু রিও অলিম্পিকে। রাস্তায় ‘পুলিশ’র ব্যাজধারী কিছু লোকদের দ্বারা ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে তোলপাড় ফেলে দিয়েছিলেন লোকটি ও তার তিন সতীর্থ জ্যাক কঙ্গার, গুনার বেঞ্জ ও জেমস ফেইগেন। কিন্তু পরে জানা যায় মাতাল অবস্থায় একটি পেট্রোল পাম্পে হামলার অপরাধ লুকানোর জন্য প্রতারণার আশ্রয় নিয়েছিলেন তারা। ঘটনার পরে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন লোকটি। যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটিও ক্ষমা চায় রিও অলিম্পিকের আয়োজক ও ব্রাজিলিয়ানদের কাছে।
লোকটিরা অভিযোগ করেছিলেন পার্টি থেকে অলিম্পিক ভিলেজে ফেরার পথে ছিনতাই হন তারা। কিন্তু পরে পুলিশের কাছে দেওয়া চারজনের বক্তব্যে ধরা পড়ে অসঙ্গতি। লোকটি একজন ছিনতাইকারীর কথা বললেও ফেইগেন বলেন ছিনতাইকারী ছিল কয়েকজন। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় কথিত ছিনতাইয়ের পরও চারজন হাসতে হাসতে অলিম্পিক ভিলেজে প্রবেশ করেছেন। অলিম্পিকের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনাল চারজনের পাসপোর্ট জব্দ করে চারজনকেই আটক করার নির্দেশ দেন। কিন্তু লোকটি ততক্ষণে চলে আসেন যুক্তরাষ্ট্রে। পরে লোকটির বিরুদ্ধো মামলাও করে ব্রাজিলিয়ান পুলিশ। তাকে আদালতে হাজির হতে শমন জারি করে দেশটির একটি আদালত।-সিএনএন
এফ/২৩:১০/০৮ সেপ্টেম্বর