ঢাকা, ০৬ সেপ্টেম্বর- চাকরি জীবনে অত্যন্ত সৎ হিসেবে পরিচিত মোহাম্মদ মুনীর চৌধুরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির নির্দেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা জানানো হয়। ৫ সেপ্টেম্বর তাকে নিয়োগ দেয়া হয়েছে।
যুগ্ম-সচিব পদমর্যাদার এ কর্মকর্তা সর্বশেষ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে (ডিপিডিসি) সচিবের দায়িত্ব পালন করেছেন।
সরকারের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা চট্টগ্রাম বন্দরের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকালে সরকারি সম্পত্তি উদ্ধার অভিযানে সাহসিকতার পরিচয় দিয়ে আলোড়ন সৃষ্টি করেন। এর আগে তিনি দেশের বিভিন্ন জেলা প্রশাসনে দায়িত্ব পালনকালেও সাহসী ভূমিকা রাখেন। এরপর একে একে তিনি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও পদে দায়িত্ব পালন করেন।
আর/১৭:১৪/০৬ সেপ্টেম্বর