মানাউস, ০৫ সেপ্টেম্বর- এই সেই নেইমার। বার্সেলোনা স্টার এই ব্রাজিলিয়ান এবার আক্রান্ত হলেন ভক্তদের দ্বারা! কেন কী করেছেন তিনি? প্রথমবারের মতো ব্রাজিলকে অলিম্পিকে সোনা এনে দিয়েছেন। ইকুয়েডরের বিরুদ্ধেও আজব 'কুফা' কাটিয়েছেন। গোটা ব্রাজিল যখন তাকে নিয়ে নাচছে তখন ভক্তরাই কিনা তাকে মাটিতে ফেলল!
একদিন পরই কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবে নেইমাররা। চলছে কঠোর অনুশীলন। এই অনুশীলনেই ঘটে সেই ঘটনা। মানাউসে নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে ফুটবল মাঠে ঢুকে পড়ে নেইমারের ভক্তকুলের কয়েকজন। ততক্ষণে সবার নজরে পড়েন তারা। শুরু হয় চোর-পুলিশ খেলা। সেই খেলায় জিতে যায় পাগল ভক্তরাই। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে প্রিয় ফুটবলারকে। সেই ভালোবাসার যন্ত্রণায় মাটিতে ধপাস করে পড়ে যান নেইমার! হাঁসফাস করতে থাকা নেইমারকে দ্রুতই 'উদ্ধার' করেন নিরাপত্তাকর্মীরা। নেইমারের মুখে তখন মিষ্টি লাজুক হাসি।
আর/১৭:১৪/০৫ সেপ্টেম্বর