মুম্বাই, ০৩ সেপ্টেম্বর- ইদানীং বেশ খোলামেলা হয়ে উঠেছেন রণবীর কাপুর। এর আগে নিজের ব্যক্তিগত বিষয় মিডিয়ার কাছে গোপন রাখতেই পছন্দ করতেন তিনি। তাই তো কয়েকদিন আগে ক্যাটরিনার সঙ্গে তার ব্রেক-আপের প্রসঙ্গ নিয়েও মুখ খুলতে দেখা গিয়েছিল তাকে। এবার চমক আরো বড়, 'ভোগ' ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে মদের প্রতি নিজের আসক্তির কথা স্বীকার করে নিয়েছেন তিনি।
রণবীর বলেছেন‚ ‘আমার মনে হয়, আমি মদের নেশায় আসক্ত। আমি একটি ভিজ্যুয়াল মাধ্যমে কাজ করি‚ তাই আমার নিজের খেয়াল রাখা উচিত। আমি আমার পরিবারে এই বিষয়টা দেখেছি এবং তার খারাপ দিকটা দেখার অভিজ্ঞতাও আমার রয়েছে। সেই কারণেই আমার মনে হয়, আমার মদে আসক্তি আছে। যখন আমি কাজ করি‚ শুটিং চলে‚ আমি মদ খাই না। কিন্তু কাজ না থাকলেই…।’
এফ/১৭:০০/০৩ সেপ্টেম্বর