ঢাকা, ০৩ সেপ্টেম্বর- জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু করেছে গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট ২ কর্তৃপক্ষ। ফাঁসি কার্যকরের পদক্ষেপ হিসেবে কারাবিধি অনুযায়ী স্থানীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনকে অবহিতকরণে চিঠি পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। একই চিঠি পাঠানো হয়েছে মীর কাসেমের গ্রামের বাড়িতে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় লাল খামে ভরে বিশেষ কারা বার্তাবাহকের মাধ্যমে চিঠিগুলো পাঠানো হয়। এ ছাড়া ফাঁসি কার্যকরের সময় নির্ধারণের জন্যে একটি চিঠি পাঠানো হয়েছে কারা মহাপরিদর্শকের কাছে। ওই চিঠি পেয়ে তিনি ফাঁসির সময় নির্ধারণ করবেন। কারাগার সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, কাসেম আলীর ফাঁসির প্রধান জল্লাদের দায়িত্ব পালন করবেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। তাকে সহায়তা করবেন রাজু ও কামালসহ আরো চার জল্লাদ। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজুকে কাসিমপুর হাই সিকিউটি কারাগার থেকে কাশিমপুর কারাগার পার্ট-২ এ নেওয়া হয়েছে। এ ছাড়া সাক্ষাতের জন্য বিকেল সাড়ে ৩টার মধ্যে মীর কাসেম আলীর পরিবারের সদস্যদেরও কারাগারে আসতে বলা হয়েছে।
এফ/১৬:৪৫/০৩ সেপ্টেম্বর