মুম্বাই, ২৬ আগষ্ট- কেডস পায়ে ঘুঙ্গুর পরে ‘বিট পে বুটি’র তালে কোমর দুলিয়ে তাক লাগিয়ে দিলেন সবাইকে৷ সেই সঙ্গে জ্যাকুলিন ফার্নান্ডেজকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় ধুতি পরা নানার নাচ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷
তা হঠাৎ নাচতে গেলেন কেন বলিউড অভিনেতা? জ্যাকুলিনকেই বা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কোন উদ্দেশ্যে? আসলে ফেসবুকে ‘বিট পে বুটি’ নামে একটি পেজ তৈরি হয়েছে৷ যেখানে টাইগার শ্রফ ও জ্যাকলিনের ছবি ‘আ ফ্লাইং জাট’এর ‘বিট পে বুটি’ গানটিতে সবাইকে নাচের চ্যালেঞ্জ জানানো হয়েছে৷ পেজে ক্লিক করলেই একের পর এক ভিডিও ভেসে উঠছে, যেখানে ‘বিট পে বুটি’তে নাচতে দেখা যাচ্ছে অনেকেই।
চ্যালেঞ্জে সাড়া দিয়ে নাচের ভিডিও পোস্ট করেছেন অভিনেতা বরুণ ধাওয়ানও৷ তবে সবাইকে ছাপিয়ে গেলেন নানা পাটেকর৷
পায়ে ঘুঙুর আর মুখে ‘বিট পে বুটি’ গানে ফেসবুক জমিয়ে দিলেন তিনি৷ তবে কাহিনিতে একটা টুইস্ট রয়েছে৷ নানা কিন্তু সত্যি সত্যি এসব কিছুই করেননি৷ ২০০৩ সালে মুক্তি পাওয়া নানার ছবি ‘আঁচ’ থেকে ‘উঙলি বড়ি’ গানটিকে এডিট করে সেখানে ‘বিট পে বুটি’ বসিয়ে দেওয়া হয়েছে৷ ব্যস, তাতেই নতুন করে সুপারহিট হয়ে গিয়েছে নানার সেই বিখ্যাত নাচ৷
দেখুন নানা পাটকরের সেই ভিডিও:
দেখুন জ্যাকুলিনের আসল বিট পে বুটি গানটি
আর/১৫:১৪/২৬ আগষ্ট