মুম্বাই, ২৪ আগষ্ট- গত বছরের ব্লকব্লাস্টার সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’-এর মাধ্যমে বলিউডে অভিষেক করে ক্ষুদে অভিনেত্রী হারশালি মালহোত্রা। সালমান খানের সঙ্গে তাল মিলিয়ে ছবিটিতে দুর্দান্ত অভিনয় করে অসংখ্য ভক্তের মন জয় করা ‘মুন্নি’ ফিরছে রুপালি পর্দায়। কবীর খানের ‘টিউবলাইট’ ছবিতে সালমানের সঙ্গেই পর্দা শেয়ার করবে হারশালি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমানের সঙ্গে এই সংক্রান্ত একটি ছবিও পোস্ট করা হয়েছে। পোস্টে হারশালি লিখেছে, ‘প্রত্যেকের জন্যে নতুন চমক অপেক্ষা করছে। ফের পুরনো স্মৃতি ফিরে আসছে।’
কবীর খান পরিচালিত এই ছবিতে প্রথমবারের মত অভিনয় করছেন চীনা অভিনেত্রী ঝু ঝু। এই ছবিতে একজন প্রতিবন্ধী সৈনিকের চরিত্রে দেখা যাবে সালমানকে। আগামী বছরের ঈদের জন্য ছবিটি নির্মিত হচ্ছে।
এফ/২২:৪০/২৪আগষ্ট