মুম্বাই, ২২ আগষ্ট- সন্তান সম্ভবা হওয়ায় আপাতত কোনো ছবিতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডে নবাব পত্নী খ্যাত নায়িকা কারিনা কাপুর। তবে নায়িকা হিসেবে না থাকলেও, গায়িকা হিসেবে থাকছেন বেবো। এ খবর নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।
শোনা যাচ্ছে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে গোলমাল সিরিজের চতুর্থ কিস্তি ‘গোলমাল ৪’। গোলমাল সিরিজের আগের কিস্তিতে কারিনার উপস্থিতি থাকলেও সন্তান সম্ভাবা হওয়ায় চতুর্থ কিস্তিতে থাকছেন না তিনি। তবে কারিনাকে ছাড়া গোলমাল একদমই বেমানান। তাই পরিচালক রোহিত শেঠি ঠিক করেছেন ছবির একটি গানে কণ্ঠ দিবেন এই অভিনেত্রী।
জানা গেছে, ইতোমধ্যেই আলোচনা চলছে কারিনার সাথে। রাজি হলেই শোনা যাবে গায়িকা কারিনার গান।
আগামী বছরের জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে ‘গোলমাল ৪’র শুটিং। আগামী দিওয়ালিতে বলিউডের রুপালি পর্দায় মুক্তি দেয়া হবে ছবিটি।
আর/১২:১৪/২২ আগষ্ট