ঢাকা, ০৩ আগষ্ট- এই সময়ের আলোচিত সঙ্গীত শিল্পী ক্লোজ আপ ওয়ান খ্যাত লিজা চলচ্চিত্রের গানে কন্ঠ দিলেন। হাসান ফুয়াদ পরিচালিত 'কাঁটা' ছবির 'আজ মন যে দোলে' শিরোনামের গানে প্লেব্যাক করলেন লিজা।
গতকাল মঙ্গলবার রাতে লালমাটিয়া রেজয়ান শেখ এর ষ্টুডিওতে গানটির রের্কডিং সম্পূর্ন হয়েছে। গানটি লিখেছেন তারিক তুহিন ও সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ।
লিজা বলেন, যেকোন শিল্পীর চাওয়া থাকে বড় মাধ্যমে কাজ করার।চলচ্চিত্র একটি বড় মাধ্যম। অনেক দিন পর একটি অন্যরকম প্লেব্যাক করেছি। নতুন ছবির গানে কণ্ঠ দিয়ে বেশ ভালো লাগছে। গানের কথা ও সর খুবই সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে। আশা করছি গানটি ভাল লাগবে।
এর আগে আমি সাইফ চন্দন পরিচালিত ‘ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল’ চলচ্চিত্রের ডার্লিং ডার্লিং শিরোনামে গানটি সুপার হিট হয়েছিলো। আশা করছি এই গানটি সবার ভালো লাগবে ও হিট হবে।
আর/১৭:১৪/০৩ আগষ্ট