ঢাকা, ০৩ আগষ্ট- বিভিন্ন এজেন্সির হজযাত্রীদের পাসপোর্টের ঠিকানা সংশোধনে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। আজ (মঙ্গলবার) ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, হজযাত্রীদের পাসপোর্টের ঠিকানার উপর ভিত্তি করে পুলিশের বিশেষ বিভাগ (স্পেশাল ব্রাঞ্চ) যাচাই করবে।
যদি কোনো হজযাত্রীর পাসপোর্টের ঠিকানা ভুল এন্ট্রি হয়ে থাকে বা ঠিকানা সঠিক নয় বলে প্রতিবেদন আসে, তবে এজেন্সিগুলো বুধবার বিকেল ৩টা পর্যন্ত হজযাত্রীদের প্রোফাইলে গিয়ে পাসপোর্টের ঠিকানা হালনাগাদ করতে পারবেন। এরপর হালনাগাদকৃত হজযাত্রীদের তালিকা পুলিশের বিশেষ বিভাগে প্রেরণ করা হবে।
চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর পবিত্র হজ পালিত হওয়ার কথা রয়েছে। আসন্ন হজে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭শ’৫৮ জনের কোটা রয়েছে। সরকারি কোটা পূর্ণ না হওয়ায় পাঁচ হাজার হজগমনেচ্ছুকে বেসরকারি ব্যবস্থাপনা পাঠানোর কাজ চলছে।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করবেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটে সাড়ে চার শতাধিক সরকারি হজগমনেচ্ছু নিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরব যাবেন।
এফ/০৮:৪০/০৩আগষ্ট