ঢাকা, ০২ অগাস্ট- বাংলাদেশ ক্রিকেটের ব্যাপক পরিবর্তন হয়েছে। বিশেষ করে দলে পেস বোলারদের আধিপত্য বেড়েছে। দলের জয়ের ক্ষেত্রে এখন পেসাররাও বড় ভূমিকা রাখছেন। যাদের মধ্যে আছেন আল-আমিন হোসেনও।টাইগাররা গত কয়েকমাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে। এতে যে সাফল্য তারা এতদিনে অর্জন করেছিল খেলা না থাকায় তা ধরে রাখা নিয়ে শঙ্কা দেখছেন এই ডানহাতি পেসার।
এ ব্যাপারে তিনি বলেন, ‘আসলে এটা বলতে পারেন সবকিছু গেমপ্লান। আমরা কোন অবস্থায় খেলছি, কোন জায়গা খেলছি, তার ওপর একজন পেস বোলারের পারফরমেন্স নির্ভর করে। বিশেষ করে মাশরাফি ভাই আমাদের সামনের থেকে নেতৃত্ব দেন।
তার কাছ থেকে ভালো করার ব্যাপারে আমরা অনেক অনুপ্রাণা পাচ্ছি। তবে আমাদের সবচেয়ে বড় একটা দুঃখ টি-টুয়েন্টি বিশ্বকাপের পর আমাদের কোনো খেলা নেই। প্রায় ৬-৭ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছি। যে কারণে আমরা মনে হয় যেভাবে চলছিলাম, সেটা আমরা ধরে রাখতে পারবো কিনা।’
বাংলাদেশ যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ কয়েকমাস দূরে রয়েছে, সেখানে জিম্বাবুয়ের মতো দল টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ডের সঙ্গে। এটা আল-আমিনকে ভাবায়।
এ ব্যাপারে তিনি বললেন, ‘ভাবায় তো অবশ্যই। তবে আমরা কিন্তু ওদের চেয়ে এখন অনেক এগিয়ে আছি। আমরা ওদের বলে-কয়ে হারাতে পারি।’
তিনি আরো বলেন, ‘দেখেন আমরা কিন্তু গত বছর পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলের সঙ্গে ভাল খেলেছিলাম। সিরিজও জিতেছিলাম। তারপরও আমাদের প্রায় ৬-৭ মাস খেলা নেই। এটা আমাকে পোড়ায়।’
তবে বসে নেই বাংলাদেশ দল। আসন্ন ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে মিরপুরে চলছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। যেখানে নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন আল-আমিন। ইংলিশদের বিপক্ষে একাদশে সুযোগ পেলে আবারো জ্বলে উঠতে চান এই ডানহাতি।