ঢাকা, ০২ আগষ্ট- নায়ক হিসেবে ঢাকাই চলচ্চিত্রের রাফ এন্ড টাফ নায়িকা পরী মনি পাচ্ছেন এবার অ্যাকশন হিরো ওম-কে। কলকাতার এ হিরো এ নিয়ে তৃতীয়বার বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক হতে যাচ্ছেন। এর আগে নুসরাত ফারিয়ার বিপরীতে ‘হিরো ৪২০’ ও মাহিয়া মাহির সঙ্গে ‘অগ্নি টু’ চলচ্চিত্রের নায়ক ছিলেন তিনি। এর মধ্যে দুটি চলচ্চিত্রেরই পরিচালক তরুণ নির্মাতা সৈকত নাসির।
চলচ্চিত্রটিতে পরীমনির বিপরীতে নবাগত সুমিতকে নেয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে এসে সিদ্ধান্ত বদলেছেন প্রযোজক। পরিচালকও প্রযোজকের যুক্তির কাছে হার মেনেছেন। কারনটা বাজার। পরিবেশকরা নতুন হিরোকে নিয়ে রিস্ক নিতে কিছুটা দ্বিধায় ভোগেন, তাই ‘পাষান’ হিরো হিসেবে নির্বাচিত হলেন ওম।
সৈকত নাসির বললেন, আমার চলচ্চিত্রে ওমের ক্যারেক্টারটা অনেক অ্যাকশন নির্ভর। রোমান্টিক-অ্যাকশন গল্প বলতে পারেন। তাই সুমিতের চেয়ে ওমকেই বেশি নির্ভরযোগ্য মনে হয়েছে প্রযোজকের। আমিও তাতে সায় দিয়েছি। তবে সুমিত অনেক ভালো অ্যাক্টর। ওকে নিয়ে ভবিস্যতে বড় কাজ করার ইচ্ছে আছে আমার।’
সৈকত নাসির জানালেন, এ চলচ্চিত্রে অভিনয় করছেন ঢালিউডের পর্দা কাঁপানো চার ভিলেন-মিশা সওদাগর, মিজু আহমেদ, সাদেক বাচ্চু এবং তরুণ শিমুল খান।
আসছে ৫ আগস্ট থেকে শুরু হচ্ছে চলচ্চিত্রটির যাত্রা। টানা চার দিন সিলেটে শুটিং হবে। তারপর সাময়িক বিরতিরপর একই মাসের ১৫ তারিখে ওম আর ২০ তারিখে পরীমনি ঢাকার শুটিংয়ে যুক্ত হবেন। ‘পাষাণ’ ছবিটি প্রযোজনা করেছে ভিজ্যুলাইজার। সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।
এফ/০৯:০৫/০২আগষ্ট