নয়াদিল্লি, ৩০ জুলাই- সালমান খান মানেই অ্যাপস, বডি মিলিয়ে পুরোদমে অ্যাকশন ছবি। তবে সুলতানের পর এবার মাচো হিরোর ইমেজ ঝেড়ে ফেলে অন্যরকম চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ নিতে চলেছেন সালমান খান। তাকে এবার দেখা যাবে এক্কেবারে অন্যরকম একটি চরিত্রে।
পরিচালক কবির খানের পরবর্তী ছবি ‘টিউবলাইট’-এ সালমান যে চরিত্রে অভিনয় করবেন তার দৈহিক বিকাশ একজন পূর্ণবয়স্ক পুরুষের মতো হলেও মানসিক ভাবে তিনি রয়ে গেছেন শৈশবেই। অর্থাৎ, সালমান খান এখানে অটিস্টিক।
আগস্টের প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে শুটিং। ১৯৬২-র ইন্দো-চায়না যুদ্ধের পটভূমিকায় তৈরি এই ছবিটি আপাদমস্তক একটি লাভ স্টোরি। তবে ছবিটিতে সালমানের নায়িকা কে হবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোন বা ক্যাটরিনা থাকবেন সালমানের বিপরীতে। আবার বি-টাউনে এমনও গুঞ্জন শোনা যাচ্ছে, সালমানকে এক চাইনিজ নারীর সঙ্গেও রোমান্স করতে দেখা যাবে এই ছবিতে। সালমান ছাড়াও এ ছবিতে থাকবেন তার ভাই সোহেল খানও।
এফ/১৬:২৫/৩০জুলাই