ঢাকা, ৩০ জুলাই- মন্দিরের পুরোহিতদের নিরাপত্তা বৃদ্ধিসহ সাত দফা জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের মুখপাত্র পলাশ কান্তি দে।
যে সমস্ত মন্দিরের পুরোহিতদের হুমকি দেওয়া হয়েছে তাদের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে অন্যথায় দেশব্যাপী বিক্ষোভ করবে বলে ঘোষণা দিয়েছে। জোটটি বলছে, সরকার আগামী ৩০ আগস্টের মধ্যে সাত দফা দাবি না মেনে নিলে সেপ্টেম্বর মাসে সারাদেশে বিক্ষোভ করবে তারা।
পলাশ কান্তি দে বলেন, ‘সরকার আগামী ৩০ আগস্টের মধ্যে আমাদের সাত দফা দাবি না মেনে নিলে সেপ্টেম্বর মাসে সারাদেশে বিক্ষোভ করবো আমরা।
তিনি আরো বলেন, ‘আমাদের উল্লেখযোগ্য দাবি সমুহ হলো— যে সমস্ত হিন্দু নেতা, পুরোহিতদের বা মন্দিরে হুমকি দেওয়া হয়েছে তাদের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে। আসন্ন দুর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করতে হবে। একটি সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে।’