নিজের হাতে তৈরি করা জিনিসের আবেদন সব সময় একটু বেশি। ঘরে থাকা টুকিটাকি জিনিসপত্র দিয়ে তৈরি করা যায় নানান কিছু। হয়তো কখনও ফেলনা খবরের কাগজ দিয়ে তৈরি করে ফেলছেন দারুন কোন শোপিস অথবা জুয়েলারি বক্স নয়তো অন্য কিছু। ঠিক তেমনি ঘরে টিস্যু পেপার দিয়ে তৈরি করে নিতে পারেন দারুন এক পুতুল। বিশ্বাস হচ্ছে না? দেখে নিন এই ছোট ভিডিওটি। টিস্যু পেপার দিয়ে পছন্দ মত পুতুল তৈরি করে উপহার দিতে পারেন প্রিয়জনকে।
যা যা লাগবে:
১। কালার পেপার
২। টিস্যু পেপার
৩। ক্রাফট ওয়ার (তার)
৪। পেনসিল
৫। কাঁচি
৬। সুঁই সুতা
৭। আইকা আঠা
৮। স্কেল
৯। গ্লিটার
যেভাবে তৈরি করবেন:
১। প্রথমে তার কেটে নিন। তারপর তার দিয়ে বডি শেইপ দিয়ে নিন।
২। একটি পাত্রে পানি এবং আইকা মিশিয়ে নিন।
৩। টিস্যু পেপার লম্বা লম্বা করে কেটে নিন।
৪। তারপর টিস্যু পেপার আইকা পানিতে ভিজিয়ে তারে জড়িয়ে নিন।
৫। প্রথমে তারের হাত, পা, মাথাসহ সম্পূর্ণ শরীর টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে নিন।
৬। তারপর আরেকটি টিস্যু পেপার দিয়ে ভাঁজ করে (ভিডিও অনুযায়ী) অনেকটা পাখার মত তৈরি করুন।
৭। একটি সুঁই সুতা দিয়ে সব কয়টি টিস্যু পেপার পাখা বডির সাথে সেলাই করে নিন।
৮। এরপর সেলাইয়ের মাথার অংশটি গ্লু দিয়ে কুচি করা কাগজ দিয়ে ঢেকে দিন।
৯। কালার পেপার দিয়ে টুপি তৈরি করুন।
১০। টুপিটি পুতুলের মাথা পরিয়ে দিন। পছন্দমত গ্লিটার দিয়ে পুতুলের টিস্যু পেপারে সাজিয়ে নিন।
১১। আপনি চাইলে আপনার পছন্দমত রং এর টিস্যু পেপার ব্যবহার করতে পারেন।
১২। ব্যস তৈরি হয়ে গেল দারুন সুন্দর টিস্যু পেপার পুতুল।
দেখে নিন ভিডিওতে
আর/১০:৩৪/২৭ জুলাই