বার্লিন, ২৬ জুলাই-জার্মানির রাজধানী বার্লিনের একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে এক চিকিৎসক নিহত হয়েছেন।
তবে ওই বন্দুকধারী এরপর নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে জার্মান সংবাদপত্র বিল্ড’র এর বরাত দিয়ে জানিয়েছে ডেইলি মেইল।
বার্লিন পুলিশ জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় স্টেগলিৎজ এলাকায় অবস্থিত ইউনির্ভাসিটি ক্লিনিকে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টায় ওই গুলির ঘটনা ঘটেছে।
তাৎক্ষণিক এ বিষয়ে বেনজামিন ফ্রাঙ্কলিন ক্যাম্পাসের চ্যারিটি ইউনির্ভাসিটি হাসপাতালের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
গত ১৮ জুলাই মিউনিখে একটি শপিং মলে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহতের ঘটনাসহ চলতি সপ্তাহে আরও চারটির ‘সন্ত্রাসী’ ঘটনার পর জার্মানিতে নতুন করে গুলির ঘটনা ঘটলো।
আর/১০:৪৪/২৬ জুলাই