মুম্বাই, ২৬ জুলাই- সালমান খান ও দীপিকা পাড়ুকোনকে গত বছর একসাথে বিগ বসে দেখার পর থেকে তাদের একত্রে বড় পর্দায় দেখার আগ্রহে রয়েছে ভক্তরা। এরপর থেকে প্রায়ই তাদের একসঙ্গে ছবি করার কথা মিডিয়ায় প্রকাশ পায়। তবে তা সত্যের আলো দেখে নি।
তবে এবার হয়ত কবির খানের পরিচালনায় এই জুটিকে দেখা যাবে একসাথে বড় পর্দায়। সালমানের পরবর্তী সিনেমা ‘টিউবলাইট’ এ অভিনয়ের ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছে দীপিকা। এখনও কোন ঘোষণা না আসলেও বিশ্বস্ত একটি সুত্র এই বিষয়ে সবুজ বাতি জালিয়েছেন।
সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই দীপিকা ও সালমান প্রায় ৮০ দিনের শিডিউলে কাজ করবেন। আগামী বছর ঈদে টিউবলাইট সিনেমা মুক্তি পাবে বলেও জানায় সংশ্লিষ্ট সুত্র।
আর/১৭:১৪/২৬ জুলাই