ওয়াশিংটন, ২৪ জুলাই- শীর্ষ মার্কিন ওয়্যারলেস ক্যারিয়ার ভেরাইজন কমিউনিকেশনস ইয়াহুর মূল ব্যবসা অধিগ্রহণের দ্বারপ্রান্তে পৌঁছেছে। এই চুক্তিতে পেটেন্ট বাদে রয়েছে স্থাবর সম্পত্তি। আগামী কয়েক দিনের মধ্যেই এ চুক্তি নিয়ে ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে।
৫০০ কোটি ডলারে মূল ব্যবসা অধিগ্রহণের জন্য ভেরাইজন এখনো আলোচনা করছে ইয়াহুর সঙ্গে। রেকন অ্যানালাইটিকসের বিশ্লেষক রজার এন্টনারের ভাষ্যে, ইয়াহুর ব্যবসা অধিগ্রহণে ভেরাইজনের চেয়ে অন্য কেউ বেশি যোগ্য নয়। ইয়াহু অধিগ্রহণ-সংক্রান্ত নিলামের শেষ ধাপ পর্যন্ত ছিল এটিঅ্যান্ডটি ও কুয়েকেনস লোনস ইনকরপোরেশনসহ ভেক্টর ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও টিপিজি।
ভেরাইজনের ইয়াহু অধিগ্রহণের খবরের প্রভাব দেখা গেছে শেয়ারবাজারেও। শুক্রবার ইয়াহুর শেয়ারের দাম দশমিক ৯ শতাংশ বেড়ে হয়েছে ৩৯ ডলার ২১ সেন্ট। চলতি বছরের প্রথম সাত মাসে প্রতিষ্ঠানটির প্রতি শেয়ারের দাম বেড়েছে ১৮ শতাংশ। অন্যদিকে ভেরাইজনের প্রতি শেয়ারের দাম এদিন ১ দশমিক ৩ শতাংশ বেড়ে পৌঁছেছে ৫৬ ডলার ১০ সেন্টে। চুক্তি চূড়ান্ত হলে তা শীর্ষ মার্কিন ওয়্যারলেস ক্যারিয়ারের জন্য ইতিবাচক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সুত্রঃ ব্লুমবার্গ
এফ/২২:৪৩/২৪ জুলাই