বেঙ্গালুরু, ২২ জুলাই- দক্ষিণ ভারতের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীরা একদিনের ছুটি পেয়েছেন। আবেদন করে নয়, স্বতঃপ্রণোদিত হয়েই ছুটি মঞ্জুর করেছেন কর্তৃপক্ষ।‘কাবালি’ ছবিতে রজনী তাও কোনও জাতীয় উৎসবের জন্য নয়, বরং দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্তের ছবি দেখার জন্যই দেওয়া হয়েছে এই অপ্রত্যাশিত ছুটি!
শুক্রবার মুক্তি পেল রজনীকান্তের ছবি ‘কাবালি’। তাই বিশেষ এ ছুটি! তাদের বক্তব্য, রজনীকান্তের ছবি দেখার জন্য অনেকেই অসুস্থতার অজুহাত দেখিয়ে কাজে যোগ দেন না। অনেকে আবার ফোন বন্ধ করে রেখে দেন বা অফিস থেকে ফোন আসলে তা ধরেনও না। ফলে ‘কাবালি’ ছবিটি মুক্তি পাওয়ার দিন স্বেচ্ছায় ছুটি দিচ্ছে কর্তৃপক্ষ।
মূলত, চেন্নাই ও বেঙ্গালুরুতে বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরতরাই পাবেন এই ছুটির সুবিধা। এ প্রসঙ্গে এক প্রতিষ্ঠান জানায়, নানা অজুহাতে একযোগে ছুটির আবেদন ও অনুপস্থিতি এড়ানোর জন্যই এইচআর বিভাগ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ‘কাবালি’ মুক্তি পাওয়ার আগেই এর স্বত্ব বিক্রি হয়েছে ৩০ মিলিয়ন ডলার সমমানের অর্থমূল্যে। ছবিতি একযোগে মুক্তি পাচ্ছে তেলেগু, হিন্দি ও মালায় ভাষায়।
আর/১৭:১৪/২২ জুলাই