লিসবন, ১৬ জুলাই- পেপে-রোনালদো-ন্যানিদের নিয়ে ২০১৬ ইউরোর জন্য পর্তুগালের দলটা ছিল দুর্দান্ত। পোল্যান্ড-ওয়েলস কিংবা স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে যোগ্য দল হিসেবেই ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পড়ে তারা।
তবে আসন্ন রিও অলিম্পিকের জন্য ইউরোর কোন ফুটবলারকেই ডাকেনি পর্তুগাল। শুক্রবার ঘোষিত ১৮ সদস্যের এই দলে থাকা একমাত্র খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে খেলার অভিজ্ঞতা আছে মিডফিল্ডার আন্দ্রে মার্টিন্সের। পর্তুগালের জার্সি গায়ে দুটি ম্যাচে অংশ নিয়েছেন মার্টিন্স।
ন্যানি-রোনালদো কিংবা এডার-সানচেসের মতো অভিজ্ঞ ফুটবলারদের দলে না রেখে বিষ্ময়ের জন্ম দিয়েছে পর্তুগাল। তবে নবীন এবং প্রতিভাবান ফুটবলারদের নিয়েই রিও অলিম্পিক জয় করার লক্ষ্য পর্তুগালের।
পর্তুগীজ স্কোয়াড :
গোলরক্ষক : ব্রুনো ভারেলা, জোয়েল পেরেইরা
ডিফেন্ডার : এডগার ই, রিকার্ডো এসজাইয়ো, পাওলো হেনরিক, টিয়াগো ইলোরি, টোবিয়ান ফিগুইরেডো
মিডফিল্ডার : আন্দ্রে মার্টিন্স, ব্রুনো ফার্নান্দেজ, ফ্যাবিও স্টারগিওন, ফ্রান্সিসকো রামোস, সার্জিও অলিভিয়েরা, টিয়াগো সিলভা, টমাস পোডোটাওয়াস্কি
ফরোয়ার্ড : কার্লোস মানে, গনসালো পাসিয়েনসিয়া, নুনো সান্তোস, সালভাদোর আগরা।
এফ/০৯:১০/১৬ জুলাই