Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (100 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-১৫-২০১৬

পথভ্রষ্ট মানুষদের মগজ ধোলাই করে জঙ্গি করা হচ্ছে

পথভ্রষ্ট মানুষদের মগজ ধোলাই করে জঙ্গি করা হচ্ছে

মেহেরপুর, ১৫ জুলাই- নির্বিচারে মানুষ হত্যা কোনভাবেই ইসলাম সমর্থন করে না। পথভ্রষ্ট মানুষদের মগজ ধোলাই করে জঙ্গি বানানো হচ্ছে। মেহেরপুরে জুম্মার নামাজে জঙ্গিবাদ বিরোধী খুতবায় এসব কথা বলেন ইমাম ও খতিবরা। 

শুক্রবার (১৫ জুলাই) জেলা প্রতিটি মসজিদে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) নির্ধারিত খুতবা পাঠ করে খতিবরা মুসল্লিদের  জঙ্গিবাদ বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। 

মেহেরপুর বড় বাজার গড় মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান, হোটেল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রোকনুজ্জামান, গাংনী বাড় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন ও এতিমখানা জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা শিহাবুজ্জামান জঙ্গিবাদ বিরোধী খুতবার বিষয়ে নিশ্চিত করেন। 

খুতবায় বলা হয়, জঙ্গিবাদ ও নির্বিচারে মানুষ হত্যা কোনভাবেই ইসলাম সমর্থন করে না। ইসলাম ধর্মের অনুসারী নামধারী পথভ্রষ্ট মানুষদের মগজ ধোলাই করে জঙ্গি কর্মকান্ডে উদ্ধুদ্ধ করা হচ্ছে। যা কোন অবস্থায় ইসলামী কোন কর্মকান্ড নয়। ইসলাম মানুষের প্রাণ রক্ষা সমর্থন করে। কিন্তু এসব উগ্রবাদী কর্মকান্ডের মধ্য দিয়ে ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা ও এসব পথভ্রষ্ট নিকৃষ্ট মানুষদের কর্মকান্ডের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান ইমাম ও খতিবরা। 

এদিকে শহরের জেলার অন্যতম মসজিদগুলোতে জুম্মার নামাজ উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। এছাড়াও সাদা পোষাকে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মসজিদ, মাদ্রাসা, গির্জা ও মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। 

প্রসঙ্গত, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রোধে মুসল্লিদের সচেতনা বৃদ্ধি করতে বৃহস্পতিবার খুতবা নির্ধারণ করে তা আজ শুক্রবার জুম্মার নামাজে পাঠ করার অনুরোধ করে ইফা। 

এফ/১৭:১০/১৫জুলাই

মেহেরপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে