Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 1.3/5 (3 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৭-১২-২০১৬

সবজিগুলো একবার কিনুন, তারপর উৎপাদন করুন নিজ বাগানেই!

আফসানা সুমী


সবজিগুলো একবার কিনুন, তারপর উৎপাদন করুন নিজ বাগানেই!

শহরের এই ব্যস্ত জীবনে ঘরের সাথে আপনার হয়ত আছে ছোট্ট একটা ব্যালকনি। সেখানে আর তেমন জায়গা কই? গাছ লাগানো নিজের গাছের ফল খাওয়া সে তো এই শহরে ভাবাই যায় না। সবজি তো আরও ভাবা যায় না। কিন্তু সহজেই একটা সবজি বাগান করে ফেলতে পারেন আপনি চাইলেই। বাজার থেকে খাওয়ার জন্য আনা সবজিগুলো থেকেই হবে গাছে, হবে আপনার ছোট্ট বাগান।

গাজর
গাজরের মাথাটি কেটে ফেলুন। একটা পাত্রে পানিতে রেখে দিন। কিছুদিনের মাঝেই দেখবেন নতুন পাতা গজিয়েছে। এরপর পানি থেকে তুলে লাগিয়ে নিন টবে।


ধনে পাতা
ধনে পাতা আরেকটি চমৎকার গাছ যা পানিতে রেখে দিলে প্রাণ ফিরে পায়। নতুন পাতা গজানো পর্যন্ত অপেক্ষা করুন। তার কিছুদিন পর তুলে লাগিয়ে দিন টবে।

রসুন
আপনি নিজেও নিশ্চই খেয়াল করেছেন, রসুন এমনই রেখে দিলেই তাতে গাছ গজিয়ে ওঠে। চমৎকার এই সবজিটি তাই সহজেই হতে পারে আপনার ক্ষুদ্র বাগানের অংশ।

ব্রকলি
ব্রকলি আরেকটি দারুণ সবজি। এর গোড়া কেটে পানিতে ডুবিয়ে রাখুন। পানির পাত্রটি আলোকিত ঘরে রাখবেন। সপ্তাহখানেকের মধ্যেই নতুন পাতা দেখতে পাবেন আপনি। এরপর একইভাবে টবে লাগান। অবশ্যই মাটির নিচে কপি হওয়ার মত জায়গা যেন টবে থাকে।


স্প্রিং অনিয়ন
স্প্রিং অনিয়নের গোড়া কেটে ভিজিয়ে রাখুন একটি গ্লাসে। সময় দিন কয়েক সপ্তাহ। তবে খেয়াল রাখুন ঘরটিতে যেন আলো চলাচল ভাল হয়।

লিখেছেন- আফসানা সুমী

এফ/০৭:৩৫/১২জুলাই

জানা-অজানা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে