কলকাতা, ১২ জুলাই- বয়স্কদের জন্য কলকাতার অদূরে বারুইপুরে আস্ত একটা উপনগরী তৈরি করতে চলেছে রাজ্য সরকার৷ উপনগরীর থিম ‘ওয়েলনেস সিনিয়র সিটিজেনশিপ’৷মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই ছ’টি থিম সিটি তৈরি হচ্ছে৷ এর মধ্যে শিলিগুড়িতে ‘এন্টারটেইনমেন্ট নগরী ’ , তেমনই আছে বারুইপুরের এই অবসর ঠিকানাও৷
নগরোন্নয়ন দফতরের সচিব এবং হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন, কলকাতায় যেমন জমির দাম বেশি, তেমনই একলন্তে অনেকটা জমি পাওয়া কঠিন৷ দূষণও লাগামছাড়া৷ অথচ কলকাতার কাছেই বারুইপুরে জমির দাম তুলনায় কম , জমি পাওয়াও সহজ , দূষণও নিয়ন্ত্রণে৷ তাই মূলত বয়স্কদের কথা মাথায় রেখে ৮০ একর জমিতে এই নগরী গড়ে তোলার পরিকল্পনা করেছে সরকার৷
যে কোনও উপনগরীর মতো এখানেও ব্যাঙ্ক , হাসপাতাল , থানা , গ্রন্থাগার ইত্যাদি থাকবে৷ সেই সঙ্গে বয়স্কদের প্রয়োজনের কথা মাথায় রেখে তাঁদের কাজকর্ম করে দেওয়া , সঙ্গ দেওয়া , বার্ধক্যজনিত নানা রোগের চিকিত্সার বাড়তি ব্যবস্থা ইত্যাদি রাখা হবে৷ দেবাশিস সেন বলেন , ‘আমরা একটা ইন্ডিকেটিভ মাস্টার প্ল্যান তৈরি করেছি৷ সেখানে সুপারিশ করা হয়েছে, শহরটির মাঝখানে থাকবে এক মেডিটেশন হল৷ তার চারপাশে থাকবে আবাসন৷ এ ছাড়া জেরিয়াট্রিক কেয়ার ও হেল্থ সেন্টারও থাকবে বেশ খানিকটা জুড়ে৷’
আর/১২:১৪/১১ জুলাই