Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.4/5 (19 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-২৪-২০১৬

রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করলো ঢাবি

রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করলো ঢাবি

ঢাকা, ২৪ জুন- ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে নতুন কোর্স সংযুক্ত করে বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি প্রতিষ্ঠিত মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম ‘রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে।
 
গত ২১ জুন ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিভাগটির নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

এর ফলে বাংলাদেশে এই প্রথম রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি (সম্মান) অধ্যয়নের দ্বার উন্মোচিত হলো। আধুনিক প্রযুক্তিময় যুগের চাহিদার পরিপ্রেক্ষিতে এবং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
 
প্রসঙ্গত, গত বছরের ৮ সেপ্টেম্বর এ বিভাগটির সূচনা হয়েছিল ‘ডিপার্টমেন্ট অব মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং’ নামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনে ২০১৫-১৬ সেশন থেকে বিভাগটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এবং শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন ড. সেঁজুতি রহমান ও ড. শামীম আহমেদ দেওয়ান।

আশা করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের এই আধুনিক ও যুগোপযোগী সংযোজন দেশের মেধাবী প্রজন্মকে রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করবে। যা প্রযুক্তি সমৃদ্ধ গার্মেন্টস খাত, বিদ্যুৎ, নবায়নযোগ্য সৌরশক্তি উৎপাদন ও প্রযুক্তি নির্ভর শিল্পায়নের মাধ্যমে দেশের আর্থসামজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

এ আর/১৪:৪০/ ২৪ জুন

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে