ঢাকা, ২২ জুন- ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্স পর্বে আম্পায়ারদের সঙ্গে বাজে আচরণের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তামিম ইকবাল। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করেছে বিসিবি। বুধবার বিসিবি সূত্র তামিমের শাস্তির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে।
গত ১২ জুন বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচে তামিম আম্পায়াদের সঙ্গে বিতর্কে জড়ান। ওই ম্যাচের ১৬তম ওভারে সাকলাইন সজীবের বলে ব্যাট করছিলেন রকিবুল হাসান। সে সময় একটি স্ট্যাম্পিংয়ের আবেদন করলে তাতে আম্পায়ার সাড়া না দিলে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন তামিম। অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও তানভীর হায়দারকে প্রকাশ্যে গালিগালাজও করেন। আর এতে তামিমের সঙ্গে যোগ দেন আবাহনীর সমর্থকরাও।
এরপর আরও এক ওভার খেলা চললেও তামিম নিজের জায়গায় অবিচল থেকে গালিগালাজ অব্যাহত রাখেন। পরে আম্পায়াররা বাধ্য হয়ে ম্যাচ রেফারির সঙ্গে কথা বলে মাঠ ত্যাগ করেন। ওই ম্যাচটিতে দু’বার খেলা বন্ধ হয়। দোলেশ্বরের ক্রিকেটার নাসির হোসেনের বিপক্ষেও আচরণগত বিষয়ে রিপোর্ট করেন আম্পায়াররা। নাসির হোসেনকে এ জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আর/১৭:১৪/২২ জুন