অটোয়া, ১৫ জুন- শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দ্য হাউস’। ছবিটি কানাডায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৬-তে সম্মাননাপত্র পেয়েছে।
অরুণ চৌধুরীর পরিচালনায় নির্মিত ছবিটি গত ২২-২৭ মে কানাডায় অনুষ্ঠিত এই উৎসবে প্রদর্শিত হয়। এছাড়া বাংলাদেশসহ বিশ্বের ৩৩টি ভাষায় ৭৫টি ছবি এখানে প্রদর্শিত হয়েছে।
‘দ্য হাউস’র পক্ষ থেকে উৎসবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দেন পরিচালক মোরশেদুল ইসলাম ও অরুণ চৌধুরী। এছাড়া উৎসবে কলকাতা থেকে উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, খ্যাতিমান অভিনেতা সম্রাট চক্রবর্তী এবং ঋতুপর্ণা সেনগুপ্ত।
ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শম্পা রেজা, রাইসুল ইসলাম আসাদ, মাহমুদ সাজ্জাদ প্রমুখ।
আর/১০:২৪/১৫ জুন