সান্তিয়াগো,১৫ জুন- ‘ডি’ গ্রুপ থেকে সবার আগে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের খেলা নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। এরপর সমীকরণটা এমন ছিল, বুধবার সকালে (বাংলাদেশ সময়) পানামা ও চিলির মধ্যকার ম্যাচে যে দলটি জিতবে, তারা পাবে কোয়ার্টারের টিকিট।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অ্যালেক্সিস সানচেস নৈপুণ্যে পানামাকে ৪-২ গোলে হারিয়ে কোপার শেষ আটের খেলা নিশ্চিত করেছে চিলি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটি যেন হাফ ছেড়ে বাঁচল। কারণ, অঘটনের শিকার হওয়া থেকে মুক্তি পেল পিজ্জির দল। আগামী রোববার শেষ আটের খেলায় বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মেক্সিকো।
ফিলাডেলফিয়ায় ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি চিলির। মাত্র পাঁচ মিনিটেই গোল হজম করে তারা। এ সময় পানামাকে এগিয়ে দেন কামারগো। চিলিকে সমতায় ফেরান এদু ভারগাস। ১৫ মিনিটের মাথায় পানামার জাল কাঁপান তিনি। বিরতিতে যাওয়ার ঠিক দুই মিনিট আগে জোড়া গোল পূর্ণ করেন ভারগাস (২-১)।
এদিকে বিরতি শেষে নিজেকে দারুণভাবে মেলে ধরেন অ্যালেক্সিস সানচেস। তিনিও আদায় করে নেন জোড়া গোল। ৫০ ও ৮৯ মিনেটে পানামার জালে বল জড়ান বার্সেলোনার সাবেক স্ট্রাইকার। এর মাঝে ৭৫ মিনিটে পানামার হয়ে আরেকটি গোল শোধ দেন আরোয়ো (৪-২)।
এ আর/ ১৪:৪৮/ ১৫জুন