ব্রাসিলিয়া,১২ জুন- কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হেরে গেছে কলম্বিয়া। কোস্টারিকার বিপক্ষে হোসে পেকারম্যানের শিষ্যরা ৩-২ গোলে হেরে গেছে। ৩৬ বছর কোস্টারিকার কাছে হারলো রদ্রিগেজদের দল। তবে হারলেও আসরের কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো কলম্বিয়ানরা।
কােস্টারিকার চমকের দিনে শেষ আট নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
ম্যাচের শুরুতেই অবশ্য গোল করে এগিয়ে যায় কোস্টারিকা। মাত্র ২ মিনিটে আলবার্টো ভেনেগাস লিড পাইয়ে দেয় দলকে। তবে ৪ মিনিট পরেই ফ্রাঙ্ক ফাবরা সমতায় ফেরায় ২০০১ সালের চ্যাম্পিয়নদের। ৩৪ মিনিটে সেই ফাবরা আত্মঘাতী গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কোস্টারিকা।
বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে কেলসো ব্রোগেস গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় কোস্টারিকা। আর এই গোলটি শেষ পর্যন্ত কলম্বিয়ার হার নিশ্চিত করে। তবে খেলার ৭৩ মিনিটে মারলস মোরেনা কলম্বিয়ার হয়ে একটি গোল করলে শুধুমাত্র ব্যবধানই কমে।
ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৩-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে পেকারম্যানের শিষ্যরা।
এদিকে, দিনের অপর ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্র ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। আর এ জয়ের ফলে স্বাগতিকরা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করলো। ম্যাচের ২৭ মিনিটে অভিজ্ঞ ফরোয়ার্ড ডেম্পসে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন।
এ আর/ ১৩:১৫/ ১২ জুন