ঢাকা, ০৯ জুন- সম্প্রতি ঘটে যাওয়া মাহির সঙ্গে শাওনের অপ্রীতিকর ঘটনা নিয়ে মাহি বলেন, শাওন আমার বন্ধু, স্বামী নয়। আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। একই স্কুল-কলেজে পড়েছি। ‘ও’ যদি সত্যিই আমার স্বামী হতো, তাহলে আমি সাংবাদিক ডেকে ধুমধাম করে বিয়ে করতাম না! এতে নিশ্চয় আমার জড়তা থাকত।
‘শাওন আদালতে কাবিননামা দিয়েছেন’- এ ব্যাপারে মাহি বলেন, কোথায়? দেখিনি তো! আর এগুলোতে আমার জানার আগ্রহও নেই। শাওনের সঙ্গে ভুল-বোঝাবুঝি হয়েছে, সেটি এখন ঠিক হয়ে গেছে। আমরা এখনো ভালো বন্ধু। প্লিজ, এগুলো নিয়ে আর বাড়াবাড়ি না হওয়াই ভালো।
ডিভোর্সকে গুজব উল্লেখ করে মাহি বলেন, ‘আমার অনেক শত্রু। ওরাই আমার সুখ সহ্য করতে পারছে না বলেই এসব রটাচ্ছে। অপু সব জেনেশুনেই আমাকে বিয়ে করেছে। আমি নায়িকা। অভিনয়ের সময় নায়কদের সঙ্গে অন্তরঙ্গ হতে হয়। শাওনের সঙ্গে তোলা ছবিগুলোও ফাজলামি করে তোলা। অপু সেটি জানে। বরং আমাকে নিয়ে যখন চারদিকে বাজে বাজে কথা হচ্ছে, তখন ও-ই আমাকে বুঝিয়েছে, মানসিক সাপোর্ট দিয়েছে। এ দুই সপ্তাহের সংসারজীবনে আমি তার কাছে কৃতজ্ঞ। সে আমাকে যতটা ভালোবাসে, অন্য কেউ স্বামীর কাছ থেকে এত ভালোবাসা পায় বলে মনে হয় না। সারা জীবন এক আছি, এক থাকব।
আর/১০:১৪/০৯ জুন