সাও পাওলো, ০৯ জুন- ব্রাজিলের সাও পাওলো রাজ্যে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে কমপক্ষে ১৫ জন যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ৩১ যাত্রী।
সাও পাওলোর উদ্ধারকর্মীরা জানিয়েছে, বাসটি বিপরীত লেনে থাকা একটি পাথরে সঙ্গে সংঘর্ষ হওয়ার পরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
জানা গেছে যাত্রীদের বেশিরভাগ স্কুল শিক্ষার্থী। মোগি দাস ক্রুজেস শহরের তিনটি স্কুলের শিক্ষার্থীরা অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন অবস্থায় উপকূলীয় শহর সাও সেবাস্টিনোতে যাচ্ছিল। নিহতদের মধ্যে ড্রাইভারও ছিল বলে বেশ কয়েকটি গণমাধ্যমে এসেছে।
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর ৪৩ হাজার মানুষ নিহত হয়। ২০০২ থেকে ২০১২ পর্যন্ত সড়ক দুর্ঘটনার সংখ্যা ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আর/১৭:১৪/০৯ জুন